জন্মগত অন্ধ আমি দুনিয়া নাহি দেখি,
দেখার বড় স্বপ্ন জাগে কেমন করে দেখি
দেহে আমরা প্রাণ আছে চোখে নাই আলো,
কথা বলি কানে শুনি অন্ধকারে অনুভব করি।


অন্যরা সব মজা করে ঘুরে দলে দলে
আমি ঘুরি একা একা সাদা লাঠি ধরে !
সাবাই আমাকে করুনা করে ভালবাসার ছলে
ভালবাসার কুঁড়ি গুলো ফুল হয়ে ফুটে না
দিনের আলো দেখতে কেমন আমি জানি না !


সবাই দ্যাখে চোখ মেলিয়া আমি দেখি কল্পোনায়
সৃষ্টিকর্তা সব দিয়েছে চোখের আলো দেয়নি আমায়
তবুও আমি কৃতজ্ঞ তোমায় জন্ম দিয়েছো বলে।


অনুভবে অনুভুতি অন্তর আত্মা জানে
দৃষ্টি শক্তির মানুষ গুলো আমায় ধরে টানে
ভালবাসার অনুভুতি গুলো মিছিল করে দেহে
জমিয়ে রেখে বলবো তোমায় সময়ের ব্যবধানে।