এ কেমন উদাসীনতা ফেলে আসা দিন
তুমি আছো অন্যের মাঝে কর্ম হীন
অদৃশ্য হাতে আদর কর
অনুভব করি যখন!


হৃদয় আমার ব্যাকুল হয়
কষ্ট পায় তখন,
বর্ষায় ভরা নদীর কুলে দাঁড়িয়ে
স্রোতের খেলা দেখি,
ঢেউয়ের সাথে ঢেউ র প্রেম
করছে জড়া জড়ি।


নীল আকাশে উড়ছে দেখ
সমুদ্র শালিকের দল,
ঢেউ র মাঝে ছায়া পড়ে
করছে টল মল !


মন মাঝি ব্যাকুল হয়ে
ছুটছে ঢেউ র মাঝে
হৃদয়ের ভিতর তোমার আসর
ছট পটিয়ে মরে!