বগুড়া আমার কর্মস্থল নতুন জায়গা থাকার,  
প্রথম প্রথম দিক হারিয়ে পায়না কোন আকার।
অদ্ভুত নামে জায়গার নাম অর্থ বোঝা দায়,
সাত মাথায় দাঁড়িয়ে শুধু করছি হায় হায়।
মাথায় মাথায় রাস্তার নাম আছে ভূরি ভূরি,
প্রয়োজনে র রাস্তা হারায় অন্য রাস্তায় ঘুরি।
ঐতিহাসিক জায়গা আছে মহা স্থানের গড়,
বসু বিহার, গোবিন্দ ভিটা বেহুলা র বাসর ঘর।
ধান আর পাটের ক্ষেত আছে সারি সারি,
শীত কালে খেজুর গাছে লাগায় রসের হাঁড়ি।
সকল প্রকার রবি শস্য বগুড়া তে ফলে,
দিগন্ত জোড়া আলুর জমি এই জেলায় মিলে।
গবাদি পশুর লালন-পালন চলছে বার মাস,
পুকুর ভরা নানা রকম করছে মাছের চাষ।
এঁকে বেঁকে হরেক নদী বইছে জেলা জুড়ে,
হাট-বাজারে র অভাব নাই রয়েছে মোড়ে মোড়ে।
প্রযুক্তি ও নেইকো থেমে করছে বিস্তার বংশ,
তৈরি হচ্ছে এই জেলা তে সকল যন্ত্রে র অংশ।
এই জেলা তে যায় না পাওয়া এমন বলা ভার,
তাইতো আমি প্রেমে মজলাম নর্থ বেঙ্গল বগুড়া র।