মনে অনেক স্বপ্ন নিয়ে তোমার কাছে
ছুটে গেলাম,
ফিরে এলাম ব্যর্থ হৃদয়ে স্বপ্ন গুলো
ভেঙ্গে টুকরো টুকরো হয়ে!
মনের কষ্টগুলো কাছের মানুষও বুঝতে
চায় না, বুঝার চেষ্টা করে না।


স্বার্থপরের মত, আমি কি আমার কষ্ট গুলো  
বড় করে দেখছি! তারও তো আমার মত কষ্ট
থাকতে পারে! কই আমিতো জানতে চায়নি।


প্রেম স্বর্গীয় অনুভুতি, দুই দেহ এক আত্মা,
একে অপরের গভীর বুঝা পড়া থেকে জন্ম নেয়!
মানুষিক, আত্ব্যিক ও বাহ্যিক। এতদিন সংসার
করার পরও একে অপরকে বুঝতে পারে না।


তাহলে, কি ভাবে স্বীকার করে স্বামী স্ত্রী, এটা কি
সামাজিকতা, নাকি চুক্তি ভিত্তিক, সমাজকে
দেখানোর জন্য! দুজনের মধ্যে কি প্রেম ভালবাসা
বলে কিছু আছে ?দৈনিক মিলন কি, ধর্ষণ নাকি
পাশবিক নির্যাতন ?