মা আমার আতুর ঘরে জন্ম নিলাম আমি
কেঁদে উঠে প্রমাণ করি বাংলা আমার মাটি।
বড় হয়ে বুঝতে শিখি মায়ের মুখে চেয়ে
বাংলা আমার মায়ের ভাষা বুঝলাম বড় হয়ে
ইতিহাস থেকে জানতে পারি ৫২তে জীবন বাজি
রাজ পথে রক্ত ঢেলে মায়ের ভাষা প্রান পেল
সালাম রফিক বরকত জব্বর শহীদ হলো।


সারা বছর খবর নাই ফেব্রুয়ারিতে প্রাণ পায়
বাংলা ভাষার বিদ্যান বিদুষী গোল টেবিলে বসে
লম্বা লম্বা কথা বলে টক শো তে এসে
নিজের কথা নিজেই মানে না মুখে ফুল ঝুড়ি
ফেব্রয়ারী মাস চলে গেলে নিজে বলি সরি
আন্তর্জাতিক বাংলা ভাষা খবরের কাগজে পড়ি
সর্ব স্তরে বাংলা ভাষা চর্চা নাহি করি।
এই ভাবে চলে গেলো ৭১টি বছর
সামনে আসছে সেঞ্চুরি তখন কি হবে খবর।