বিধাতার চিঠি তোমাকে খুঁজতেই হবে
সেই চিঠিতে প্রেম-বিরহে ভরা
চিঠিতে লেখা আছে পৃথিবীর ইতিহাস
চিঠি তোমাকে পড়তেই হবে !


রক্তের খামে লেখা চিঠি পাঠানো হয়েছে
চিঠিতে আছে প্রিয় মানুষের মৃত্যুর কথা
সন্তান হারা মায়ের আর্তনাদ;
যুদ্ধ আর দাঙ্গার নৃশংসতা!


তোমাকে শুনতে ই হবে চিঠির বর্ণনা
না হলে তোমার আত্ম-পরিচয় হারাবে
ব্যর্থ হবে তোমার সকল মিথ্যা অভিনয়!


চিঠির প্রেরক কে নিশ্চয় বুঝেছেন পাঠক,
প্রাপক ও কে তাও কি আমরা বুঝেছি ?