আমার হৃদয় পড়ে আছে
অন্য কোথাও অন্য কোন খানে,
যেখানে পাহাড়ের ঝর্ণা ধারা বহমান
প্রজাপতি রা দল বেঁধে উড়ছে গগনে
ঐখানে পাহাড়ের গাঁয়ে  স্যাঁতসেঁতে
শেওলা পড়া পাহাড়ের গা।


সেখানে শীতের কুয়াশা ভরা ভোরে
ছিন্নমূল শিশুরা রৌদ্রের অপেক্ষায়,
আমার হৃদয় পড়ে থাকে গ্রামের খোলা মাঠে
কৃষক লাঙ্গল দিয়ে জমিতে চাষ করে
সবুজ শ্যামলে ভরা শস্য ক্ষেতে,
আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল বাগানে
ছায়া বীথি র বারান্দায়।
আমার হৃদয় পড়ে আছে অন্য খানে অন্য কোথাও!