ধনী লোকের বখে যাওয়া ছেলে মূল্যবোধ নাই
গোঁড়ায় গলদ থাকে যদি ছন্ন ছড়া হয়
যৌবিক চাহিদা নিয়ন্ত্রণ নাই বিপদ ঘটায় সেথায়
ধরা ছোঁয়ার বাহিরে থাকে নিজের খায়েশ মিটায়।


জন্ম নেয় পথ শিশু পিতৃ পরিচয় হীন
সমাজের চোখে অসতী নারী পুরুষ থাকে বাহির
মার্তৃত্ব হেনস্তা হয় কলঙ্ক নিয়ে ঘুরে সবার দ্বারে
মায়ের কষ্ট মা জানে হয় না কেউ ভাগীদার
পথেই তাদের জন্ম হয় পথেই তাদের বাস।


উঁচু তলার মানুষ বলে হয় না তার বিচার
বৈধ আর অবৈধ’র মাঝে তফাৎ খুঁজে সবাই
পথে ঘুরে নিজের শিশু পায় না পিতার পরিচয়
বৈধ আর অবৈধ মাঝে গোল বাধে তাই।