মন ভাল লাগায় দিন চলে যায়,
মন মন্দ লাগায় অন্ধকার নামে।

বিচলিত জীবন যার, তেরো/চৌদ্দ বছর তার,
একি কৈশোর-যৌবনের পাগলামী! কি জানি;
মন ছুঁটে যায় বাড়ীর জানালায়।

উথাল পাথাল মনের ভিতর, শান্ত হবার সুযোগ
নাই, যা দেখি ভাল লাগে, ভাল লাগার কারন নাই
ভালবাসার স্বপ্ন দেখি, জীবন গঠনের চিন্তা নাই।

বয়স আমার অল্প, বাবা মায়ের গল্প দুয়ার খুলে
তাকিয়ে থাকি, অন্য জনে অল্প ।
সবার মাঝে স্বল্প ভাষী, গল্প করি অল্প, কেউ থাকে
না আমি থাকি, আড় চোখে তাকিয়ে দেখি।

দূর থেকে মুচকি হাসে, পাগল করে অল্প, মাথার
ভিতর ঘুরতে থাকে মুচকি হাসির গল্প।

মনের ভিতর দোল খেয়ে যায়, আপন চিন্তায় অন্ত,
তুমি গেলে পরের বাড়ী, দিয়ে গেলে কষ্ট, দিবা-
নিশি ভাবছি আমি, কিসে হবো শান্ত ।

(তরুনদের ভাবনা নিয়ে লেখার চেষ্ঠা................)