পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে
হাজার জন্মের মাঝে কিছু জন্ম গত ক্ষত থাকে
সকল ক্ষত কত ক্ষতিকর জানে না জন্মান্ধ প্রাজ্ঞ জন!


সৃষ্টিশীল/শৈল্পিক আনন্দে মুখরিত হওয়ার কিছু নাই
বিন্দু মাত্র ক্ষত থেকে হতে পারে মৃত্যু ঝুঁকি,
সারা ধমনীতে সভ্যতার জীবাণু ভাইরাসে পরিণত হয়েছে!


প্রতিটি জন্ম দৃষ্টি শক্তি অনিবার্য
ময়লা/আর্বজনার জন্ম বরাবরই অলক্ষণে কাজ
অকারণ কবিতার কোন ব্যাকরণ নাই!


অপ-সংস্কৃতির কোন রেওয়াজ প্রচলন নাই
ক্ষতি র জীবাণু জন্ম গত আজীবন বোঝা!