ঘড়ির কাঁটা ঘুরতে থাকে বিরতিহীন ভাবে  
মানুষ বুঝে ঘড়ি দেখে এখন কটা বাজে,
২৪ ঘন্টার এক দিন, হিসাব কষে বলে।

সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা,ঘন্টার কাঁটা ঘুরে,  
বিরামহীন ঘুরতে পথে থাকে না তো কোন বাধা
এমনই ভাবে ঘুরতে থাকে জীবন ঘড়ির কাঁটা।                                      

জীবন নদীর ঢেউ তরঙ্গ বহে চলে নিরবোধি
সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে জীবন তরী
এ্যার্লামের শব্দ শুনে ঘুমের মানুষ জাগে,                                  
জীবনের কাটা থমকে যাবে সময় যখন হবে!

দেহ ঘড়ি সচল থাকে বিধাতার আর্শিরবাদে
দমে দমে দম দিয়েছে মানব ঘড়ির ভিতর
হঠাৎ করে বন্ধ হবে দেহ ঘড়ির দম।
সবাই তখন ছেড়ে যাবে থাকবেনা কোন কাম।

পরকালে বিচার হবে বিধির বিধানে আছে  
আমলনামার হিসাব নিবে সব মানুষের কাছে
ভাবনা চিন্তার সুযোগ থাকবেনা প্রশ্ন কর্তার কাছে
সকল ধর্মের মানুষের কাছে আমলনামা আছে।