হলুদ রংয়ের অজানা পাখি গাছের ডালে বসে
তাই না দেখে শালিক চুড়ই বিরক্ত করে মারে
উড়ে এসে কাক বসে হলুদ পাখি আৎকিয়ে উঠে !
কোকিল এসে কাকের সাথে ডিমের খোঁজে ঝগড়া করে !
,
শালিক চুড়ই গাছের ডালে অবাক হয়ে ঝগড়া দেখে
কাক, জীবন বাঁচাতে কা-কা করে কোকিল মজা পায়
তাই না দেখে শালিক চুড়ই আনন্দে লাফায় !


কাট ঠোকরা গাছের ডালে বিকট শব্দে ডেকে উঠে
হঠাৎ সবাই চম্‌কিয়ে উঠে কাট ঠোকরার পানে চায়
কাঠ বিড়ালী গাছে চড়ে লাফিয়ে পড়ে কাকের ঘাড়ে
বাকীরা সব জানের ভয়ে এদিক সেদিক পালায়।


কাকের হলো মরণ দশা ছেড়ে দে মা জীবন বাঁচা
হতাশ বদনে কাঠ বিড়ালী চারিদিকে তাকায়
সুযোগ বুঝে হলুদ পাখি ইশারায় কথা কয়।


কাঠ বিড়ালী জিজ্ঞাসা করে কে গো তুমি ভাই ,
কোথায় তোমার জন্মভূমি কোথায় তোমার বাস
আফ্রিকায় জন্ম আমার সেথায় আমার বাস,  
ঘুরতে এসে পথ ভুলেছি হচ্ছে সর্বনাশ !


বাংলাদেশের পাখি আমি আবেগ আমার বেশী,
কি করলে উপকার হবে বলো আমায় দেখি
কাঠ-বিড়ালীর সাহায্য নিয়ে দেশে ফিরে যাই
সাহায্য করে কাঠ বিড়ালী নিজে আনন্দ পায়।