জীবন ছুটছে সামনের দিকে স্মৃতি ছুটে পিছে পিছে
অনিশ্চয়তার পথে সবাই ছুটছে সামনের দিকে
আলো-আঁধারের মাঝে বিশ্বাস আর অবিশ্বাসের দোলা
ভাল আর মন্দের মাঝে বিচারকের আসন হয় ফাঁকা!


অযু-হাতের শেষ থাকে না যুক্তি তর্কে হয় খোড়া
সত্যের পেটে মিথ্যার জন্ম দেয় উকিল বাবুর গোড়া
রেফ করেছে ধণীর দুলাল বাবা করে আনন্দ উল্লাস
অধুনিকতায় পচন ধরেছে অন্যায় করে পার পায়!,


টাকার জোরে ক্ষমতা দেখায় মিলে প্রশাসনের লোক
সত্যকে মিথ্যা বানায় সুযোগে জন্তরা হয়ে যায় মুক্ত
সমাজের গুটি কয়েক কুলাংগার অন্যায় করে অহরহ
প্রশাসনে ঘাপটি মেরে ভাল মানুষের মুখোশ পরে
অন্যায় কে সাহায্য করে।


দিনে দিনে বাড়ছে রেফ খুন অন্যায় অত্যাচার,
নির্যাতিত সাধারন মানুষ প্রতিবাদের ভাষা হারায়!