সন্দেহ করা তোমার বাতিক হয়ে দাঁড়িয়েছে
কোন বিষয় স্বাভাবিক গ্রহণ করো না  
উদাস বদনে হতাশ নয়নে কৃষক জমি চাষ করে
যদিও ফসলের ন্যায্য দাম পায় না!
ক্ষুধার জ্বালা যে বড় জ্বালা সহ্য করা কঠিন
তাই তো বেহায়া র মত ফসল বুনি।


জমি পতিত থাকলে সবুজ ঘাসের আস্তরণ
দূর থেকে মন হারায় কিন্তু দেহ যে শীর্ণ জীর্ণ
দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করব কি করে
কৃষকের যে অন্য কোন পথ জানা নাই।


সব কিছুতেই সিণ্ডিকেটের সমষ্টিগত লোভ লালসা
কিন্তু প্রাপ্তি কৃষকের সিণ্ডিকেট করার ক্ষমতা নাই
মাঝে মাঝে মনে হয় ধরিত্রী থেকে পালাতে পারলে ভাল
চলে যেতে ইচ্ছে করে অন্য জগতে যেখানে মানুষ নাই ।


নোংরা খেলা খেলছে মানুষ পরিবারে, সমাজে ও রাষ্ট্রে
আমরা হাবা গোবেচারা বুঝি সব কিন্তু উপায় নাই
যে শস্য আমরা তৈরি করি সে শস্য এলসি করে আনে
কেউ নিচের দিকে তাকায় না পায়ের নীচে কি অবস্থা !


ঝরা পাতার মত প্রতি বছর ঝরে যাচ্ছে জীবন
তবুও বাঁচার আশায় ফসল বুনি যদি কখনো
ফিরে আসে সেই দিন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!