দেহের ভিতর মনের বাস
সবাই তা জানে,
কখন সে ঘুমায় কখন সে জাগে
কেউ না তা জানে,
নীল আকাশে মন উড়ে যায়
মেঘের চাদরে ভেসে!
মনের পিঞ্জরে স্বপ্ন গাথা
বাহির তা না জানে,
স্বপ্ন গুলো স্বপ্ন ই থেকে যায়
মুখ না বাহির করে !
খাঁচার ভিতর টিয়া পাখি
সুখ যে খুঁজে ফিরে !
প্রতিদিনের ছলাকলা নৃত্যকলা করে
বাক্স বন্দি চিন্তা শুধু আন্দোলনে নামে
জোর করে দমিয়ে রাখে,
রক্ত চুষে বনে!