আমি তো সেই আগের মতই আছি
মাঝে জীবন থেকে বছর গুলো হারিয়ে গেছে
চোখে চশমা লেগেছে চুলে পাক ধরেছে
আগের চাইতে একটু মোটা হয়ে গেছি ।


মনের চাওয়া-পাওয়া বেশ-ভুসা আগের মতই
ছোট রা আমাকে দেখে হাসা হাসি করে
বলে লোকটা নাকি একটা মেয়েকে ভালবাস তো
অন্যত্র বিয়ে হাওয়ার পর থেকে চির কুমার জীবন ।


ছোট রা বলে লোকটা একদম বোকা
এক জনকে ভালবাসলে এমন পরি নতি হওয়া অবশ্যম্ভাবী
অংকে র হিসাবে জীবন হতাশায় বাকী সময় কাটানো কি ঠিক!
জীবনটা আমার পৃথিবী থেকে চলে গেলে ফিরার সুযোগ নাই ।
                                                                      
ওদের কথা গুলো কানে ভেসে আসে আর ভাবী
ওরা কত হিসেবী কত স্বার্থপর ভালবাসা কে ভগ্নাংশ করে
লাইলী মজনু, শিরি ফরহাদ, ইউসুফ জুলেখার প্রেম কি বৃথা
প্রেম ভালবাসা হৃদয় থেকে আসে যা স্বর্গীয় অনুভূতি !


আমি একটু সেকেলে তাই একাধিক ভালবাসায় বিশ্বাসী নই
প্রেমিকা আমাকে ছেড়ে গেছে  কিন্তু আমিতো ছেড়ে যায়নি
ওর কত স্মৃতি কত ঘটনা কত আবেগ আয়নার মত স্বচ্ছ
আমি তো মানুষ ঐ স্মৃতি, ঐ ঘটনা, ঐ আবেগ মুছে ফেলা কি সম্ভব !