প্রথম যখন কবিতা শুনি মায়ের মুখে,
কিছু না বুঝার জন্য বার বার প্রশ্ন করি মাকে
লাইন বাই লাইনের অর্থ জানি! আস্তে আস্তে আমিও
মায়ের মত কবিতার প্রেমে পড়ি।


মা আমাকে ছেড়ে চলে গেছে অজানা দিগন্তে
কিন্তু কবিতাকে রেখে গেছে আমার কাছে !
কবিতার বই হাতে নিলে মনে হয় মা যেন সাথে আছে।


প্রতিদিন প্রাতর্ভ্রমণের আগে নিয়ম করে কবিতা পড়ি
অভ্যাস করে কবিতা পড়ার সাথে সাথে লেখার সাধ জাগে,
তাইতো একটু আধটু কবিতা লিখি! এখন খুব মনে হয়
মা যখন বেঁচে ছিল, তখন কেন লেখার সাধ হলো না আমার !


এখন এমন একটা অভ্যাস হয়েছে কবিতা আমাকে পড়ে
তাই কবিতা আমার প্রেম, কবিতা আমার ভালবাসা,
আমি কবিতা নিয়ে থাকি, কবিতা আমার ভরসা।