সবাই আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে !
তোমার এমন চুপচাপ বসে থাকা কেন
আমার মৌন তায় সবার মনে কৌতূহল জাগে
কষ্টের কথা বললে সবাই হাসা হাসি করবে !

কিছুই হয়নি বলে তাদের কৌতূহল মিটাবার অচেষ্ট
ওঁ হু তুমি যেন কি সত্য এড়িয়ে যাচ্ছো
বলো না আমরা যদি তোমার কষ্ট লাঘোব করতে পারি।
আবারো নিজেকে আড়াল করে বললাম কিছুই হয়নি।

ডিজিটাল যুগে কেমন যেন স্নেহ ভালবাসা কর্মাশিয়াল
নিজের পারিবারিক টানা পোড়নের কথা বলা বোকামী
এখন নিজ স্বার্থ ছাড়া রক্তের ভাই বোন মেলামেশা করে না
প্রয়োজন ফুরিয়ে গেলে ব্যস্ততা দেখায় এড়িয়ে যায়
ব্যক্তিগত ভাবে আমি কখনো প্রস্তত ছিলাম না ।

কিছু দিন আগে আমরা এক অন্নে খেতাম এখন ভিন্ন চিত্র
সকলে আমরা মায়ের পেটের সন্তান ভাই বোন
বাবা মা গত হওয়ার পর দ্রুত সব কিছু কেমন যেন উল্টো
সবাই যার যার মত সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে
ডাইনিং টেবিলে খাওয়ার পর আর আড্ডা বসে না ।

এখন সব অতীত সবাই ব্যস্ত ধন সম্পদ ভাগা ভাগিতে
কিছুই আমার ভাল লাগে না এ দৃশ্য মেনে নেয়া কঠিন
কে কার চেয়ে ভাল আছে কার কত সম্পদ হলো ইত্যাদি
জানি না এটাই বুঝি নিয়ম এটাই বুঝি নিয়তি।