একমাত্র সন্তানের জন্য মা প্রতি রাতে জেগে থাকে
মাকে ছেড়ে সন্তান আর সন্তানকে ছাড়া মা দুরে থাকেনি
বুকের ভিতর ভিষোণ কষ্ট মা কখনো প্রকাশ করে না
বেহায়া মন সন্তানের সাথে আলাপ ছাড়া ঘুম আসে না !


মায়ের নাড়ি ছিড়ে জন্ম যার কুমারীত্ব ভেঙ্গে মার্তৃত্ব লাভ
বাবা হিসাবে ঐ অভিজ্ঞতা আমার কোনদিন হবে না
তবে, মায়ের কষ্টটা বুঝি তবে মায়ের মতন নয়
লেখাপড়া খাওয়া-দাওয়া শরীরের যত্ম মন মানে না।


সেই যে আতুর ঘরে জন্মদান কখনো ভুলে না
সন্তানের কান্না মায়ের কানে সব কষ্ট নিমিষে যায় ভুলে
বড় হয়ে ঐ সন্তান মায়ের কষ্ট মনে রাখবে কি না
মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না ।


আজ মা অনেক দুরে স্ত্রী সন্তান তারই রেয়েছে
সন্তানের চলনে বলনে ছিকোল পড়েছে মুক্ত হতে পারে না
বেহায়া মায়ের মন যে পুড়ে সন্তান কি এখন বুঝে না !