মেঘের অনেক রং আছে, আকাশ শুধু জানে
আকাশ আর মেঘের মাঝে মেঘমেদুর নামে
রংধনু র সাত রং নীল আকাশে ছড়াই
সুর্যর আলো পৃথিবীতে আসে রংধনু হাসে
মেঘ থেকে বৃষ্টি ঝরে ঝর্ণা ধারার মত
জীব-জন্তুর পিয়াস মিটায় উদাস বদনে ক্ষত
আগুনের লেলিহান শিখা গ্রাস করে আমার আকাশ
লক লেকে আগুনের জিহ্বা ক্ষুরধার করাতের ফলা
জীবনের সকল সঞ্চয় নিমেষেই উজাড় করে মানুষ
এ আগুন সুর্যর অণু মানুষের ভিতর ও বাহিরে
আগুন যখন দৃশ্যমান, ঘরবাড়ি ও বসতি পোড়ায়
মানুষের বিবেক পোড়ায় চেটে নেয় নারীর সমভ্রম
মানুষ আর মানুষ থাকে না হয়ে উঠে বিষধর স্বর্প
লেলিহান শিখা পোড়ায় বিবেক, ভস্ম উড়ায় আকাশে
পৃথিবী জুড়ে ধোঁয়ার কুণ্ডলী গ্রাস করে আগুনের উৎস মুখ
ম্লান করে দেয় সৃষ্টির সেরা জীবের গৌরব।