কালক্ষেপ করিনি শত্রুর বিপদে ঝাঁপিয়ে পড়েছি
কখনও ভাবিনি যাওয়া ঠিক হবে কিনা,
দায়িত্ব বোধ মায়ের কাছে শিখেছি !


মা আজ পৃথিবীতে নাই তবে মায়ের সেই নির্দেশ-আদেশ
বিপদে আপদে পালন করে চলেছি,
জানি মায়ের অভাব ইহ-জগতে আর পুরুন হবার নায়
মানুষ কেন স্বার্থ হাসিলে র জন্য অন্যকে আঘাত করে
বিষয়টি বললে বা সরাসরি চাইলে স্বার্থ পুরুন কি হয় না।

কেন বার বার শত্রুর ক্ষত জায়গায় নতুন করে আঘাত করে
অন্যকে আঘাত করে কি আনন্দ পায় !
সৃষ্টিকর্তা মানুষকে ধরিত্রী তে পাঠিয়েছে বিপরীত মুখী করে
ভাল এবং মন্দের মানুষ পাশাপাশি বাস করে।


আমার বিশ্বাস প্রতিটি মানুষের ভিতর লোভ আর লালসার বাস
বহিঃ প্রকাশ পায় বংশ গত আবার পরিবেশ গত কারণে !