মৃত দেহের পার্শে দেখ মৃত দেহ ঘুমায়
একে অপরের জীবনের কষ্ট চুপি চুপি বলে।
ইহ কালের অনেক দুঃখ কষ্ট কেহ না জানে,
বন্ধু ভেবে তোমায় বলি হৃদয়ের জ্বালা কমে!


ছোট বেলায় কষ্টে কাটে জীবন, স্বপ্ন ছিল অনেক
কোন কিছুই বাস্তবে হয়নি, মামা ছিল না বলে।
ছোট আমার সংসার ছিল, ছিল ছোট একটা কর্ম
ভালই ভালই দিন চলে যেত, অভাব ছিল সংসারে
হঠাৎ ঝড়ে জীবন গেল, মরলাম সকলে মিলে।


আমার কথা বললে তোমায় হাসি পাবে জেনে,
ধনী ঘরের ছেলে আমি অভাব ছিল না আমার
লেখা পড়ায় ভাল ছিলাম সকলে তা জানে।
ছাত্র জীবনে প্রেমে পড়ি রাধিকা র সনে,
ভালই ভাল দিন কেটে যায় সমস্যা ছিলনা কোন
ছাত্র জীবন শেষে বাবার ব্যবসায় নেশায় পড়ি  
অমানুষ হয়ে টাকার নেশায় ঘুরি।


রাধিকা আমায় বার বার বিয়ের ডেড-লাইন দিতে থাকে
রাগের মাথায় বলে ফেলি আমার সময় নাই।
কষ্টের জ্বালা সইতে না পেরে আত্ম-হনন বেছে নেয়
রাধিকা র কথা কানে এলে চৈতন্য জাগে আমার মনে
একই পথের পথিক হলাম পর জনমে পাব বলে।