আমি সত্যকে যতবার সামনে আনতে চেয়েছি
ঠিক ততোবার মিথ্যা জয়ই হয়েছে !  
তবুও নিজেকে হতাশার মাঝে নিয়ে যায়নি।

সবাই আমাকে অপমান আর ঘৃনা করেছে
মিথ্যা তখন মুচকি হেসে তাদের দলে যোগ দিয়েছে,
কষ্ট, দুঃখ, বেদনা ও অসহায়ত্ব আমার পাশে দাঁড়িয়ে !

নতুন উদ্যেমে সত্যকে প্রকাশ করার শক্তি পেয়েছি
পরিবারে, সমাজে, দেশে সম্মিলিত ভাবে মিথ্যার চর্চা হচ্ছে !
সবাই যেন তাদের সাথে গা ভাসিয়ে চলছে অবিরাম।

সত্যপথে চলা সহজ পথ নয় সর্বক্ষেত্রে বাধা
স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না তেমনি স্ত্রীকে তার স্বামী
ছেলে মেয়ে তার পিতামাতাকে বিশ্বাস করে না তেমনি পিতামাতা !

জগত জোড়া এই সংসারে যেন মিথ্যার জয় জয়াকার
সত্য যেন মুখ থুবড়ে পড়েছে, আমরা জানি জন্ম যার হয়েছে মৃত্যু অনিবার্য
এ সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না।

যত বাধা আসে আসুক অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব
পরিবারে, সমাজে এমনকি দেশে একলা বসবাস করলেও
আমি কি মৃত্যুর আগে সত্যের জয় দেখে যেতে পারব !!