খাঁচার ভিতর ময়না পাখি ডানা ঝাপটায় ডাকি ডাকি
মুক্ত বিহঙ্গ জীবন আমার আমি ছিলাম বেশ,
খাঁচায় জীবন আঁটকিয়ে গেল ভাবছে ময়না একি হলো
অমানুষেরাও আনন্দে আত্মহারা মুক্ত জীবনে চলছে তারা!


পরিমল গায়ে দিয়ে পদ-ব্রজে অফিস করে,
প্রত্যুপকার অভি রুচি মাঝ পথে কোপা নলে,
প্রত্যাগমন ধীরে চলে।
ভারা কান্ত বদনে মনিব ফিরে বাটিতে
চকিতে ময়না পাখি মনিব কে ডাকি ডাকি
তুমি জান, আমি জানি! ভারা কান্ত বদন কেন ?


মৌনাবলম্বন ভেঙ্গে মনিব খাঁচার নিকটে যায়
বিবেক তাড়িত হয়ে মনিব খাঁচার দরজা খুলে দেয়
আনন্দ চিত্তে ময়না পাখি মনিবের গান গায়
মুক্ত ময়না, বিহঙ্গ ময়না, সারা পৃথিবী ধায় !