মরুভূমির ধুলি ঝড়ে হারিয়ে গেছে তোমার চাঁদ মুখ
সোনালী বিকেলে ফেলে আসা দিন
কেন ! বার বার পিছু টানে বলতে পার আমায়
হৃদয়ের ক্ষরণ হৃদয়ে জমে বহিরাগমন নাই
উপরের দেহ সবাই দেখে বুঝে না ভিতরের জমাট।


দুঃখ, বেদনা কষ্ট আমার সঙ্গী হয়েছে আজ
তাদের সাথে বন্ধুত্ব হয়েছে কথা বলি বার বার
পুর্নিমার রাতে এক মুঠো আলো
এনে দিব তোমায়, হারিয়ে যেয়ো না ধোঁয়ায়।


এ কেমন বিকট হাসি তোমার চকচকে দাঁত
রক্তচক্ষু ঠেলে আসছে সম্মুখ পানে,
কি তোমার ভয়ংকর রূপ আঁৎকে উঠি আবার
তাচ্ছিল্য করছ না করনা বুঝা বড় দায়।


জ্ঞানত ভালবেসেছি তোমায় একি অপরাধ!
ক্ষুধা ও দারিদ্র মানুষকে বিচলিত করে বাড়ে ক্রোধ
কিন্ত ভালবাসা প্রেম কি মানুষকে ঘৃনা শেখায়
কই! আমার জানা ছিল না, জানলাম আজ।
আবার তুমি আসবে ফিরে মুষ্টি বদ্ধ হাত
রংধনু র রঙ্গে রাঙ্গিয়ে দিব ভালবাসায় বড় স্বাদ।