আলো-আঁধারে জীবন গড়া আমরা সহযাত্রী
ভালো মন্দের বিচার করে বিচারকের কাল রাত্রি
সট-কাট রাস্তা নাই সাধনার ফসল বাস্তবে পায়!


কিছু সংখ্যক মানুষ থাকে লোক চক্ষুর অন্তরালে
জিঘাংসা পুরুন করে পিছন থেকে কাঠি নেড়ে  
ভালবাসায় প্রেমের গল্প কাম-ভাবের ছায়াতলে
উত্তরণের উদ্দীপনে জীবন চলে কৌশলে!


পরিমলের সুবাস ছড়ায় থাকতে বুদ্ধি মস্তকে
ছায়াবীথির ছায়া তলে বিষ বৃক্ষ রোপণ করে
ক্ষতি সাধন মানব কুলে মনুষ্যত্ব হারিয়ে ফেলে,
সাদা মনের মানুষ যারা কুট কৌশলে দিশেহারা ।


গরীব মানুষ বলির পাঠা ব্যক্তি গত লাভের নেশা
মহাজনের চড়া সুদ গরীব মানুষ নিঃস্ব হচ্ছে
আইন আছে আইনের জায়গায় বাস্তবে প্রয়োগ নাই
আইনের চক্রজালে সুযোগ নেয় টাউটের দলে
অসহায় প্রশাসন, জঞ্জাল আছে নিজের ঘরে !