ফরিদ চেষ্টা চালায় আমাকে খুশি করার জন্য
যে কোন কাজ পারলেও বলে পারি না পরলে ও
ব্যস্ত হয়ে পড়ে ডাক শুনলে ই !


আমার জন্য এটা এক ধরনের বিড়ম্বনা,
তাকে বুঝিয়ে বললেও সে এটা করে থাকে !
অনেক সময় জরুরী ফাইল নিজেই নিয়ে থাকি,
ফরিদ মন খারাপ করে বুঝি কিন্তু ;


আবার বার বার মনে হয় ফরিদ তো আমার
মত রক্ত মাংসের মানুষ পিয়নের চাকুরি করে
বি ধায় অফিস সময়ের পরও কাজ করতে হয়।


আমার সাথে ফরিদের এই যে বিভেদ, কাজের
পার্থক্য তা তো মানুষের সৃষ্টি তার নিজের স্বার্থে
ধরিত্রীর এই রঙ্গ মঞ্চে কেউ কষ্ট করে মরে
আবার কেউ সুখ করে মরে ফিরেও তাকায় না।


আমি হয়ত এ যুগের মানুষ হয়ে উঠতে পারছি না
সবাই আমাকে ঠকায় কিছু বলতে পারি না তবে বুঝি!
পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কৌশলে এটা শোষণ অন্য
দিকে আভিজাত্য আর অহংকার ।


অনেকটা গাছের নতুন কচি পাতা গজানো র মত
দেখতে যেমন সুন্দর তেমনি একটা সময় শেষে
কাণ্ড থেকে ঝরে পড়ে, তখন ঐ পাতার কোন দাম
থাকে না, নতুনের পথে হাঁটে !