প্রাণের বন্ধু তুমি এসে চাও যদি
তিনটি জিনিস আমার কাছে,
কোন দিনই দিব না মরে গেলেও না
বদলে তুমি যদি বিশ্ব কে কিনে দাও
তবুও কোন কিছুর বিনিময়ে না।


আচ্ছা বাবা তিনটি জিনিষ কি কি!
বলছি শোন, সর্ব প্রথম আমার মা
মায়ের মুল্যের সাথে আট টি বেহেস্ত
দিলে ও আমি চায় না তা।


দ্বিতীয়ত আমার জন্মভূমি মা মাটি
দুনিয়ার সব হীরা, পান্না, চুনি দিলেও
বেচবো না আমার জন্মভূমি নাড়ি পোতা
মাটি কোন কিছুর বিনিময়ে ও না।


তৃতীয় ত সকল যম দূত এসে যদি বলে
মাতৃ-ভাষায় কথা বললে তোমার প্রাণ কেড়ে নিবো
আমি হাসতে হাসতে প্রাণ দিতে রাজি হব
তবুও ভাষা কে কোন ভাবে অসম্মান করতে দিবো না।
আমাকে মেরে ফেললে ও না, মরে গেলেও না,
কোন কিছুর বিনিময়ে ও না।