নদীর বুক চিতিয়ে জল উঠে পড়ে লোকালয়ে
ভাসিয়ে নিয়ে যায় ঘর বাড়ী, সলিল সমাধি ঘটে
অনেক মানুষের ! রক্ষা পাওনা পশু-পাখি,  
নদী নির্দয় অগ্নিরুপ ধরন করে, রক্ষা পাওয়া কঠিন।


বর্ষায় নদী প্রলয়ংকরী রুদ্র রুপ ধারন করে
প্রতি বছর নির্দিষ্ট সময়ে আসে সমস্ত কিছু লন্ড ভন্ড
করে দিয়ে যায়, কত মায়ের অশ্রু আমৃত্যু ঝরে,
কেউ তার হিসেব রাখে না।


নদী মাতৃক আমাদের দেশ বেঁচে থাকা পর্যন্ত এই রুপ
দেখে যেতে হবে। অনেক পিতা মাতার হাহাকার ভেসে
আসে কানে, ভিটে মাটি হারিয়ে কত মানুষ পথে পথে
ঘুরে আর নিয়তির উপর চাপিয়ে শান্তনা খুঁজে ফিরে!


তবুও মানুষ বাঁচার জন্য শির দাঁড়া সোজা করে দাঁড়ায়  
বাঁচার চেষ্টা চালিয়ে যায়! কখনো ঘুরে দাড়ায় কখনো ব্যর্থ হয়
তবুও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে, সংসার পাতে, বেঁচে থাকার
স্বপ্নে বিভোর হয়, মানুষ বাঁচে এত প্রকৃতির লীলা খেলা।