নীল আকাশে রংধনু উঠেছে , মনটা ছুটেছে গগনে, পুর্ব
আকাশে চেয়ে দেখি রংধনু ভুবনে, সাতরং করছে খেলা,
বৃষ্টির সাথে মিলন মেলা, বলাকারা উড়ে সারি নীল
আকাশ লাগছে ভারি !


গগণ পানে চেয়ে দেখি মেঘ ঢেকেছে বলাকার সারি, পিছু
ছোটে শালিকের ঝাঁক কিচির-মিচির দিচ্ছে ডাক । রাখাল
তাড়ায় গরুর পাল, সন্ধ্যার আগে গৃহে চল, ষাঁঢ় করছে
গুতো গুতি, গরুর পালে বিভক্ত। বাছুর ডাকে হাম্বা হাম্বা,
মেঘের গর্জন গুড়ু গুড়ু, রাখাল ডাকে আয় আয়, মেজাজ
চড়া মারছে তাই ।

ধানে ভরা ধানের ক্ষেত চাষীরা সব দেখছে বেশ, সবুজ
ক্ষেতের পাশে চাষী পুলকিত মনে খুশি। তাকিয়ে দ্যাখে
সারা ক্ষেতে ধানের গোছা মোটা বেশ,চাষীর মনে স্বপ্ন
জাগে ফলন এবার বেশী হবে।  

চাষী ভিঁজে আপন মনে ঝম ঝমিয়ে বৃষ্টি নামে, রাখাল
বাজায় বাঁশের বাঁশি মন ছুটে যায় দুর গগনে। টাপ্পোর
সহ গরুর গাড়ী বধু চলেছে বাপের বাড়ী সাবধানে উঁকি
মারে বৃষ্টির ঝাপটা মুখে পড়ে ।

বধুর নাকে নাক ফুল কানে ঝুলে ঝুমকা দুল ডাগোর
চোখে বাঁকা চাহনী মনের ভিতর স্বপ্ন জানি। মেঘ ডাকছে
আকাশ পানে বিজলী চমকায় ক্ষণে ক্ষণে ছুটে চলে
গরুর গাড়ী পেছনে ধায় ঘর বাড়ী।

গাড়ুয়ানে গাড়ি চালায় মনের সুখে ভাটিয়ালী গায়,
ঢেউ খেলে যায় গানের সুর কানে লাগে সু-মধুর,
পৌঁছে গেছে বাপের বাড়ী বধুর মনে রংধনুর হাড়ি ।