কবি ও লেখক’রা লেখনীর মাধমে মনের ভাব প্রকাশ করে, ফুটিয়ে তোলে
সমাজের চালচিত্র । তারাও এক ধরনের পাগল ! সমাজের অত্যাচার,অবিচার,
অন্যায়, অপরাধ দেখলে হৃদয়ে ক্ষরণ হয়, কষ্ট হয়, কখনো কখনো শ্বাস-প্রশ্বাস
বন্ধ হয়ে আসে কিন্তু কিছু করার থাকে না।

অসহায়ের মত দেখা ছড়া কিছু করার থাকে না, নিজের প্রতি ঘূর্ণা ও বিমূঢতা
জন্মে, মাঝে মাঝে পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করে !
মানুষ হয়ে এলাম ধরায় এত বিভেদ ! সকলের জন্ম তো এক অভিন্ন পথে
কিন্ত কেন মানুষ ধন দৌলত দিয়ে বিভেদ করে !

সকলের মাঝে কেমন যেন অস্থ্যির ভাব, সকলের ধৈর্য চুত্তি ঘটেছে, একে
অপরের প্রতি সহনশীল মানুষিকতা নাই বললে চলে !
বয়সে বড় ছোট মান্যগন্য নাই, নিজেকে সবার উপরে মনে করে, জোর
গলায় কথা বলে, সভ্যতার কোন ছাপ চেহারায় থাকে না, অসহায়ের মত
তাকিয়ে দেখা ছাড়া উপায় থাকে না।

মনে হয় আমার ন্যায়-অন্যায় ভাল মন্দ বুঝার জন্য মনো কষ্ট বেশী
এই বিবেক ও মনুষ্যত্ব না থাকলে হয়ত ভাল হতো, লেখা-পড়া শেখা
অন্তর দৃষ্টি দিয়ে দেখা অন্যায় হয়েছে! এই কষ্ট আমাকে ঘুমাতে দেয় না,
অন্ধকার নেমে আসে চারিদিকে, তবে মাঝে মধ্যে জোনাকীর আলোর মত
আলোভ রেখা ঝিলিক দিয়ে যায়.........................

তবুও সমাজ কে নিয়ে, মানুষকে নিয়ে স্বপ্ন দেখি!