কর্মের মাঝে সময় নিয়ে
বিশ্রাম খুঁজে ফিরি,
মাথার ভিতর অনেক প্রশ্ন
করছে ঘুরা ঘুরি,


সকাল থেকে মধ্য রাত
চলছে অবিরত,
কোন কাজই সঠিক হয়না
ফিরে দেখি যত,


দিন যায়, রাত যায়, সময় যায় চলে  
জীবন টাকে গুছিয়ে নিবো
একটু সময় পেলে,


বসের আজ মেজাজ গরম
কথায় বুঝা যায়,
প্রশ্ন শেষ না করে অন্য প্রশ্নে যায়
কোন কিছু যায় না বলা
মেজাজ হয় গরম,


পালস বুঝে হয়নি কথা বলা  
ভুলের মাশুল গুনছি সারাবেলা,
কোনটা ভাল, কোনটা মন্দ বেছে নেয়া দায়
ভাল আর মন্দের মাঝে হাবুডুবু খায়,


সবাই এখন জাহির করে পণ্ডিত হওয়ার ভাব,
বিষয় ছাড়া কথা বলে গুলিয়ে ফেলে সব,
কর্ম হউক সাধনার ফসল,ফলাফল আসুক পরে
জীবন টাকে সাজিয়ে তোল সময়ের হাত ধরে!