শালিক করে কিচির মিচির দুরে উড়ে যায়
নর শালিক ভালবেসে, নারী শালিক কে পায়।

জোড়ায় জোড়ায় ঘুরে তারা, আনন্দে হয় আত্বহারা,  
সারা দিনের বাঁধন হারা, একে অপরে সুখি তারা।

দিন শেষে গোধুলী বেলায়, গৃহে ফেরার আকুতি,
দল বেঁধে, সারি সারি, উড়ে চলে আকাশে!

নীল আকাশে তাকিয়ে দেখি, মেঘ ছিঁড়ছে বাতাসে
মাথা উঁচু পিছনে পা ডানা ঝাঁপটায় এগিয়ে যাই।

চেয়ে দেখলে মন ভরে, আকাশ ভরে অন্তরে, মনের                                    
আবেগ চেপে রাখি, শালিকের মত স্বপ্ন দেখি।

হতাম যাদি শালিক পাখি, উড়ে যেতাম দুর গগনে
আনন্দ করতাম মজা করতাম, নীল আকাশে ভেসে
বেড়াতাম.................;

বাধা নাই বিপত্তি নাই, নাই তো কোন পিছু টান,
সংসারের ঝামেলা মনের মঝে রাখবো না।

মুক্ত আমি, বিহঙ্গ আমি, শালিকের মত উড়ব জানি!
উড়ে যাবো দুর আকাশে, পৃথিবী টাকে দেখবো আগে
শালিক বসে গাছের ডালে, এদিক ওদিক তাকিয়ে দেখে।

খিদের জ্বালায় পাগল পারা খাবার খুঁজে দিশেহারা
নাঙ্গল চালায় কৃষক মাঠে, শালিক পাখি খাবার খুঁজে  
রাখাল বাজায় বাঁশের বাঁশি, শালিক উড়ে রাশি রাশি।