বন্ধু! ঘুমিয়ে আছো কাঁথা মুড়ে এত বেলা করে
এত সুখে দিন যাবে তোর, ভাব কেমন করে।
লেখা পড়ার পাঠ চুকে হয়েছে তুমি বেকার
বিয়ে করে বাবা হয়েছো প্রয়োজন হলো সকার।
বিশ্ব এখন সংকটে দাঁড়িয়ে কাজ কর্মে মন্দা
ভাইরাস যেন জেকে বসেছে দুনিয়াকে করেছে ছারখার।
মানুষে মানুষে দূরত্ব বেড়েছে বিশ্বাস নাই মনে
নিকট আত্মীয় মারা গেলে দেখতে যায় না ভুলে।
পথে ঘাটে চলার পথে মুখে বাঁধা গুমাই
খোলা আকাশে নিঃশ্বাস নিতে দ্বিধায় পড়ে মন।
জনগণের চলাফেরা শংকা নাই কোন মনে  
দিনে দিনে রুগী বাড়ছে মরার মিছিল লম্বা।
ভয় কে জয় করে সামনে আগাও তোমরা
ঘরে থাকলে আত্মবিশ্বাস হারায় মনে জাগে শংকা।
পেটের ক্ষুধা, সংসারের জ্বালা,
ইচ্ছা করলেই যায় না ভোলা বন্ধু
বিশ্বাস আনো নিজের মনে কর্ম আসবে সামনে।


(কবিতাটি করোনাকালীন ২১.১১.২০২০ইং তারিখ লেখা)