নিঃসঙ্গতা কে সঙ্গে নিয়ে স্বপ্ন বুনি
যেমন করে মাকড়শারা জ্বাল বুনে
আজকাল কর্ম ব্যস্ততায় কি ভাবে যে
সময় চলে যায় টের পায় না ।
কিন্ত!
সন্ধ্যা নেমে এলে রাত গভীর হলে
অনেক দিন তোমার সাথে দেখা হয়নি
রাত গভীর হলে একা একা স্বপ্ন বুনি নিঝুম রাতে !
কি আর করার বল !
স্মৃতির ঝাঁপি খুলে আঁকড়ে ধরা
মধুর মধুময় স্মৃতি গুলো তুলে আনি ঝাঁপি থেকে
মনে দোলা দেয় মনে হয় এই তো বন্ধুরা এসে গেছে
চারিপাশে আমাকে ঘিরে বসে আছে হাসছে খেলছে
কখনো কখনো খুনসুটি করছে গল্প করছে
কখনো আবার রবিন্দ্র সঙ্গীত গেয়ে উঠছে
ভরিয়ে দিচ্ছে আমার শুক্ল চর পড়া মনটা
মনে হয় সময় কাটছে জোয়ার ভাটার মত
হঠাৎ দেখি আমার চারপাশে কেউ নেই
হতাশা আমাকে ধরতে আসে............
তখন মনে করি এইতো সবাই ছিল আমার চারপাশে
স্বপ্ন বুনি নতুন করে !