আগুন জ্বালানোর সূত্র আবিষ্কার হয়ে গেছে
কেন ! তবে পাথরে পাথরে ঘোষে আগুন জ্বালাও
বুক ফেড়ে দেখো রেখেছি ভালবাসার প্রাচুর্য
অন্তরের গহীনে উষ্ণতা গ্রহণ কর।
তোমার অভিমান মেনে নিবো শর্ত ছাড়া
তুমি স্থির হও বসো কিছুক্ষণ;
চেয়ে দেখো আমার চোখে ভালবাসার আকাংখা
বুকে হাত দিয়ে দেখ ভালবাসার বুদবুদ।


তোমার দুষ স্বপ্নে আমিও উঠবো কেঁপে
দুনিয়ার সব খড় কুটো দিয়ে বানাব ছোট্ট কুটির
সেই ছোট্ট কুটিরে বসবাস করবো নির্জনে
তুমি আমার বুকে মাথা রেখে ঘুমবে
সুরক্ষা দিবে আমার শরীর ও মন।


তবুও কেন বুকের ভিতর জ্বালাও পোড়াও
কেন অজানা দুঃখ, কষ্ট বার বার ভেসে আসে
আমি ঘুমোতে পারি না শান্তিতে বলতে পার !
বার বার কেন পাথরে পাথরে ঘোষে আগুন জ্বালাও।