বিশ্বাস করিনি তোমায় সন্দেহ মনে রেখে
সকল কাজ করিনি হাসি মুখে অবিশ্বাস মনে
সংসার জীবন বড়ই জটিল সন্দেহ কুটিলে ভরা
তোমার ইচ্ছা সকলের মন যুগিয়ে চলা।


তোমার দুয়ার সকলের জন্য খোলা নিবেদিত প্রাণ
কিঞ্চিত ভুলে সর্বনাশ হবে তোমার ইচ্ছার দান
মানুষের মন আকাশের রং সাদা আর কালো
করিলে উপকার চারিদিকে হবে জয়জয়কার
তোমার আড়ালে করে ভর্ৎসনা, পাপাচারী মন্ত্রমুগ্ধ,!


ভাল কাজে ব্যাজার মোরা নিজের অক্ষমতার যুদ্ধ,
মনুষ্যত্বের বিকাশ ঘটে পরিবার ও জ্ঞান অর্জনে
সর্বদা তুমি অপেক্ষায় থাকো ভুল ধরবার ক্ষণে
ভাল কাজে মনোনিবেশ কর নাহি অনিমেষ।


সকলে তরে সকলের মোরা নিজেকে করি শেষ
ও পৃথিবী আমি হেটে হেটে ক্লান্ত পথ ফুরই না
আ-মৃত্যু করে যাবো সেবা কখন ও হবো না ক্লান্ত
ভালবাসি তোমাকে ভালবাসি সমাজ ও দেশকে।