সময় বহিয়া যায় কারো জন্য অপেক্ষা করে না
প্রতিটি মানুষের জীবনে স্বর্ণালী সময় থাকে;
সময়ের বিবর্তনে হারিয়ে যাই জীবন থেকে
স্মৃতির পাতায় ময়লা স্তূপে মনের গহীনে
চাপা পড়ে যায় চকিতে কোন এক কারণে
সামনে এসে দাঁড়াই কখনো আনন্দের পথ ধরে
আবার কখনো বেদনার।


ভাষা নিতান্তই আমার মায়ের ও আমার দেশের
মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম, ৫২ সালে
এই ভাষা নিয়ে আন্দোলন সংগ্রামে রক্ত দান ও
শহীদ হয়েছিল দেশের মানুষ যারা ঐ সময়
সম্পৃক্ত তাদের কাছে এখন স্মৃতি আর যারা
ইতিহাস থেকে জেনেছে স্মরণিক মন প্রাণ ও
দেহ দিয়ে অনুভব করেছে বাস্তবের কষাঘাতে
কুর্ণিশ জানায় নতুন প্রজন্মে র বংশ ধর তাদের
যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন।


তেমনি করে ৭১’র স্বাধীনতার আন্দোলনে অগ্র-
সৈনিক লাল সবুজের পতাকার জীবন বলিদান
করেছেন মা বোন ইজ্জত হারিয়ে স্বাধীন দেশের
জন্ম দিয়েছে তাদের নতুন প্রজন্ম নত মস্তকে
আজন্ম শ্রদ্ধা জানাই দেশের মানুষ কখনো
ভুলে যাবেনা তাদের হৃদয়ের গহীনে স্থান
আজন্ম তাদের লালন করবে।