আমি আর কোন দিন ও তোমাকে ফিরে পাব না জানি !
তোমার ভালবাসা, প্রেম, আবেগ আজ থেকে স্মৃতির
পাতায় বন্দি।

জীবনের বন্দি শালায় আজ থেকে মুক্তি পেলে তুমি !
কখনো আর ফিরে আসবেনা, এ যে নিয়তি,এ যে
ভবিতব্য, কি করে ফিরাবে বল।

বাল্যকালে ফিরে গেলে তোমাকে বিয়োগ করা কষ্ট সাধ্য,
সকল আবদার, আকুতি, ভাললাগা ছিল তোমায় ঘিরে !

তোমার শেষ যাত্রায় সঙ্গী হতে পারলাম না, বাস্তবতার কষাঘাতে !
তুমি ভাববে আমি কত নিষ্ঠুর, কত স্বার্থপর।

জন্মিলে মরিতে হবে এ যে নিষ্টুর সত্য, আজ তুমি চলে গেলে
কাল হয়ত আমার পালা।
এই পালা বদলে আমরা যে জীবনের ফেরি-ওয়ালা।

তুমি যেখানে থাকো ভাল থেকো আর্শিরবাদ কর যেন চলা-ফেরার
মাঝে আমার শেষ যাত্রা হয় ! স্মৃতি তুমি বড় বেদনার।