আমি সৈনিক বাংলাদেশ আমার দেশ
যুদ্ধে মাঠ কাঁপছে উষ্ণ তাজা রক্তে
প্রেমিকের কম্পন রত ঠোঁট আলিঙ্গনের অপেক্ষায়
কী হবে এখন অযথা ফসল বুনে
জীবন যুদ্ধের সন্ধিক্ষণে জন্মেছে নতুন জীবন।

দেশের কৃষকেরা এখন আর শস্য বুনতে আগ্রহ করে না
শ্রমিকদের রক্তের দামে কোন স্বাধীনতা পায় না,
নব জীবন আর মুক্তির ডাক শুনে না।

জ্যোৎস্না রাতের ঝক ঝকে চাঁদ সৈনিকের রক্ত মাখা
লক্ষ প্রাণের অম্লান চিতা ঘাস, তপ্ত দুপুর ,শক্রর ঘর
জ্বলছে ঘৃণার নিঃশ্বাসে, প্রেমিক হলে মৃত্যু কে
হাত ছানি করে ! তুমি ও সৈনিক।