ভালবাসার অন্দর মহলের তুমি ছিলে রাণী
অবাধে যাতায়াত ছিল বাধা ছিলনা মনে !
প্রথম দেখায় ভালবেসেছি পাগল হয়েছি আমি
বিনিদ্র রাত জেগে জেগে ভেবে ছিলাম আমি।


ছাত্র জীবনে আনন্দ ছিল দেখা হতো ক্যাম্পাসে
মনের কথা বলতাম তোমায় টিএসসি আর ডাসে
কত সুন্দর দেখা তো গোলাপী আর নীল ড্রেসে
কামনার নীল চোখ তোমার, প্রকাশ পেতো ঠোঁটে !

বুঝে ও আমার না বুঝার ভাব প্রকাশ পেতো মুখে
তোমার তখন অভিমান হতো চলে যেতে দুরে
ক্যাম্পাসে গ্রুপ বেঁধে আড্ডা হতো বসতে তুমি দুরে
বন্ধুরা সব পাগল তোমার সবাই থাকতো ঘিরে!

হাসি তামাশা করত সবাই আনন্দ পেতো বেশ
মনের ভিতর ঘণ্টা বাজে বলব কথা শেষ
টিএসসিতে চলতো আড্ডা কথা আর গানে
আড্ডা ভাং লে কষ্ট হতো ফিরে যেতাম গৃহে !


ছেড়ে যেতে কষ্ট হতো বুঝতাম পথে যেতে  
পরের দিনের প্রতীক্ষায় থাকতাম দেখা হবার তরে
ছাত্র জীবনের অবসান হলো ভেঙ্গে গেল আড্ডা  
সবাই তখন জীবন যুদ্ধে আর হতো না দেখা !


বিয়ে করে প্রবাসী হলে বললে না কো তুমি
আমায় ছেড়ে তুমি সুখী ভেবে নিয়েছি আমি ।