তুমি ও তোমরা এসেুছিলে বলে ঘর আলোকিত হয়েছিল
তুমি ও তোমরা এসেছিলে বলে মনের দরজা খুলেছিল ।
তুমি ও তোমরা এসেছিলে বলে!
তুমি ও তোমরা এসেছিলে বলে আমার ভালবাসার সুত্র পেল,
আবেগ প্রেম পারিবারিক বন্ধন ও সমালোচনা করার সুযোগ
পেয়েছিল..............................!,

আজ ১৫ই আগস্ট’২০২০, এই দিনে ১৯৭৫ সালে ঘনো কাল অন্ধকার
নেমে এসেছিল বাংলাদেশের আকাশে, একদল পথ ভ্রষ্ট পাষন্ড সৈনিক
ঢাকার ১৫ নম্বর ধানমন্ডি’র বাড়ীতে হানা দিয়ে হত্যা করেছিল,
আমার প্রাণ পুরুষ আর তোমাদের !
বাংলার অপরাজেয় নেতা, দেশ নায়ক সাড়ে সাত কোটি বাঙ্গালীর
পিতাকে হত্যা করেছিল কাপুরুষের মত .......!

ঐ দিন বাদ পড়েনি পরিবারের ছোট্ট ছেলে শেখ রাসেল কিন্ত কখনো
কাপুরুষের দলের কাছে প্রাণ ভিক্ষা চায়নি, বরং বুক চিতিয়ে প্রমান করেছে ।
বঙ্গবন্ধু বলেছিলে, আমি তোমাদের কাছে কিছু নিতে আসিনি বরং দিতে  
এসেছিল। দেশে না থাকায় বঙ্গবন্ধুর দুই কন্যা প্রাণে বেঁচে যায় ।

আজ পঁয়তাল্লিশ বছর পরও তার গলার কন্ঠ স্বর, বাণী, বাংলার জনগনের জন্য
উৎসর্গ করা, ওর্ষিক ভাবে বেঁচে আছে বাংলার ঘরে ঘরে । শাহাদাত বার্ষিকীর
এই দিনে প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে বার বার মনে পড়ছিল। তিনি বেঁচে
থাকলে বাংলাদেশের রূপ এই রকম থাকত না। আমরাও সিঙ্গাপুর বা
কিউবার মত দেশ হতে পারতাম ।

১৯৭১ সালের ৭ই মার্চের রেসকোর্স ময়দানে ভাষনের কথা কানে ভেসে
আসছিল, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তত হও, এবারের সংগ্রাম স্বাধীনতার
সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম । (চলমান)

(কবিতাটি ১৫ই আগস্ট’ ২০২০ সালে খেলা)