আজ শুত্রুবার সকাল থেকে মুষল ধারে বৃষ্টি হচ্ছে ,
বাসায় আমি একা বৃষ্টির রূপ জানালা দিয়ে দেখছি
মনে হচ্ছে আনন্দ ধারা প্রবাহিত, কোন পিছু টান নাই।

মাটিতে বৃষ্টির ফোটা পড়ে ঢেউ খেলে যাচ্ছে । মাথার
হাজারো প্রশ্ন ঘুর পাক খাচ্ছে, ............................!
ও পৃথিবী তোমার শেষ কোথায় জানি না, আমি হেঁটে হেঁটে
ক্লান্ত পথ ফুরই না ।

বগুড়ায় ফ্লাটে আমি একা থাকি, দীর্ঘদিন বাসা বন্ধ থাকায়
কোন কিছুই গোছানো নাই, থেমে থেমে বিদ্যুৎ চমকায়
প্রচন্ড শব্দে কানের তালা ফেটে যাওয়ার উপত্রুম !

ঘর গুলো ঝাড়ু দিয়ে মেঝে মুছার সময় বেশ কষ্ট হচ্ছিল,
ছেলেরা বলে এ গুলো মেয়েদের কাজ, আসলে নিজের
দায়িত্ব এড়িয়ে যাওয়র ফুন্দি, কথায় বলে না ঠেলার নাম
বাবাজি, এটা আমার জন্য নতুন নয় বিগত পঁচিশ বছর ধরে
করে আসছি, না করে উপায় কি !

বাড়ীর কাজ করার জন্য মেয়েদের কষ্ট আমি অনুভব করতে
পারি এখন, পুরুষ শাষিত সমাজে মেয়েদের ইচ্ছা–অনিইচ্ছা
বেশীর ভাগ গুরুত্ব দেয়া তো দুরের কথা সম্মান টুকু দেয়া
হয় না।

সারা পৃথিবীতে নতুন ভাইরাসে মানব প্রজাতিকে কোন ঠাসা
করে ফেলেছে । তার নাম কোভিড-১৯ , ১০০ বছর আগেও
এধরনের কোন ভাইরাসের প্রার্দুরভাব হয়েছিল কিনা, ইতিহাস
বিদগন তা খুঁজে পায়নি ।

আচ্ছা এমন যদি হয়; সৃষ্টিকর্তা হঠাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন
করে বলল, আজ থেকে ছেলেরা দুনিয়াতে যে ধরনের সুযোগ
-সুবিধা ভোগ করছে তা এখন থেকে মেয়েরা করবে। আর
মেয়েরা যে সুযোগ-সুবিধা ভোগ করতো তা ছেলেরা ভোগ
করবে। কেমন হয় বলুন তো ?

বিশ্বাস করুন, ছেলেরা আন্দোলনে নামবে -----------
সৃষ্টিকর্তা আন্দোলনে খুশি হয়ে বললেন, ছেলেরা গর্ভ-ধারন
করবে এবং সন্তান লালন-পালন করবে ।
বাড়ীর ঘরুয়া কাজ করতে করতে কি আজে বাজে চিন্তা মাথায়
আসছে বুঝতে পারছি না !

হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি বৃষ্টি থেমে গেছে, আকাশ
পরিস্কার, রোদ আকাশ ফেঁটে ঠিকরে পড়ছে মাটিতে।
কোভিড-১৯ ভাইরাস পৃথিবীতে আসবে কেউ কি জানতো,
তেমনি আমার অদ্ভুত চিন্তা গুলো আগামীতে যে হবেনা,
তা কি বলা যায় !

করোনা ভাইরাসে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও, সমাজের
বহু লাভ হয়েছে।
ক) আবার একান্নবর্তী পরিবার চালু হয়েছে।
খ) পরিবারের লোকজন একে-অপরকে চাহিদা মত সময় দিচ্ছে।
গ) স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে।
ঘ) পুরুষগন বাড়ীতে পরিবারের কাজে সহযোগীতা করছে।
ঙ) পরকীয়া প্রেম থেকে বিরতিতে থাকছে।
চ) সৎ পথে টাকা পয়সা উপার্জন করছে।
ছ) ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকছে ।
জ) সমাজ থেকে অসুস্থ্য (অর্থের) প্রতিযোগীতা থেকে বিরত থাকছে।
ঝ) মানুষ মানুষের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পাচ্ছে।
ঞ) ধণী ও গরীবের ব্যবধান কমে আসছে।
ত) ইত্যাদি ................।  নতুন পৃথিবী দেখার অপেক্ষায় বসে রইলাম।

(নোটঃ কবিতাটি ০৬.০৬.২০২০ তারিখে লিখা)