প্রতিদিন মানুষের জীবনে কত কি ঘটছে
কয়টা পত্রিকার পাতায় আর খবরের শিরনাম হয় !
জীবন মৃত্যুর মাঝে বেঁচে থাকার সংগ্রাম অবিরত ।

অন্য দিনের মত আজকের দিন কোন নতুনত্ব নাই
তাই কি থেমে থাকে জীবনের চলার গতি, জীবন চলে
তার নিজস্ব গতিতে ইচ্ছে করলে থামানো যায় না
হঠাৎ পিছন থেকে একটা হাত দু’টো টাকা দিবে বাবা !

মহিলাকে দেখে মনে হয় না সে ভিক্ষুক, কিন্ত কেন
সে টাকা চাচ্ছে, মনের ভিতর হাজার প্রশ্ন !
অবশেষে জিজ্ঞাসা করতেই বলে বসল, “আই এম নট
বেগার”  তাহলে ! সব ছিল আমার এখন কিছুই নেই।

নিজেকে হত্যা করা মহাপাপ তাই তো করিনী! তবে
এ জীবনের সব চাওয়া পাওয়াকে হত্যা করেছি,
যারা খেতে পায় না, যাদের কোন থাকার ঘর নাই, যাদের
বাবা মার পরিচয় নাই, তাদের জন্য জীবন উৎসর্গ করেছি।

গনতন্ত্রের আন্দোলনে সব হারিয়ে আজ সে নিঃস্ব
বাড়ী ফিরে যাওয়া, নতুন করে ঘর বাঁধার স্বপ্ন মরে গেছে
আজকের মত কোন এক দিন স্বামী পুত্র সবাইকে
হারিয়েছে, এখন নিজে চলে যাওয়ার অপেক্ষায় ।