গলি পথে কিনারে উৎপেতে
নেশায় মত্ত দংশনে বিষ দাঁতে।
কাণ্ড দেখিয়া মুচকি হাসে মাতবর
শিকারী তাহার সুযোগে দেয় ব্যাঘ্র কামড়।
হঠাৎ এক প্রভাতে
উত্তর পাড়ার লালখান জখম হিংস্র আঘাতে।
সাঙ্গ-পাঙ্গ দলে দলে
মারবে কুকুর তালে বলে ।
খবর শুনিয়া মাতবর কহে
এই অপমান নাহি সহে।
ইশারায় যুদ্ধংদেহী সকল পালোয়ান
টেটা সহ রণ মাঠে আগুয়ান।
সভ্য যুগে অসভ্য জাত
শান্তি বিনষ্টে খুবই ওস্তাদ।
দুই দিনের সম্মুখ রণে
মনুষ্য প্রাণ দুটি পতিত মরণে।
খান চাচা আর বড় জন
তৃতীয় মাধ্যমে মিলানোর আয়োজন।
মিষ্টিমুখ আর দু হাতের করতালি
বাজনার মিতালি।
কুকুর মুক্ত হলো রাস্তা
প্রাণ গেলো দুটি সস্তা।