এই জগতটা তো ফাঁকা নয়,
কারো ভালোবাসা দিয়ে ঢাকা নয়।
এখানে আছে প্রেম-ঘৃণা, পাপ-পুণ্য,
সত্য-মিথ্যা, পূর্ণতা-শূন্য।
এ নাট্যমঞ্চে সবকিছু আছে একসাথে।
যেখানে আলো সেখানে ছায়া
যেখানে বিরাগ সেখানে মায়া
সব নিয়ে আমরা তো বেঁচে আছি এ জগতে।


আকাশ; সে যে মেঘের চাদরাবৃত,
মৃত্তিকা; সেও বৃষ্টির আদরাসিক্ত।
যেখানে সাদা সেখানে কালো
যেখানে মন্দ সেখানে ভালো
সবকিছু নিয়ে আমরা টিকে আছি এ জগতে।


অগ্নি; সে যে ঘটায় তান্ডবলীলা
জল; সেও প্রায়ই খেলে নিষ্ঠুর খেলা
যেখানে শান্তি সেখানে অশান্তি
যেখানে আরাম সেখানে শ্রান্তি
সবার সাথে মোরা খেলে যাই এ জগতে।