বণিকের পণ্যশালা-  ক্ষণিকের শব্দমালা
ক্ষীণ কল্প অনুভব নাড়ি ,
জীর্ণতার দীর্ণ-দ্বেষ   অক্ষমের অবশেষ
সদম্ভ কৃষ্টির পথে পাড়ি ।


রাত্রির শ্বাপদ সারি   সহজ, স্বাচ্ছন্দ কাড়ি
বারে বারে জড়ো করে ঘৃণা –
চোখের প্রত্যয় ঢাকি   শূণ্যমনে বসে থাকি
মনের তন্ত্রীতে বাজে বীণা ।


সহসা আঁধার পথে   উদয় গোপন রথে
লেখা তাঁর আকুলিত প্রাণে ,
উদ্বুদ্ধ সম্বুদ্ধ রাতে   তারারা বাঁধন কাটে
দীপ্ত শান্তি অগ্নিময় গানে ।


চির-বাণী সকলেতে   সোনা খাদে নকলেতে
কষ্টিপাথরেতে নিলে ছুঁয়ে ,
জীবন নদীকে তুমি   উজিয়ে প্লাবনে ভ্রমি
মহাজীবনেতে দিলে ধুয়ে ।


তাই যত লুব্ধ লোক   চতুর্দিকে ক্ষুব্ধ হোক
মূঢ় যত কাদা ছুঁড়ে যাক ,
তোমার অমৃত বাণী   হৃদয় মন্দ্রিত ধ্বনি
সকলের চেতনা জাগাক ।