একটু কি দেবে ঠাঁই, তোমার মন বৃক্ষের ছায়ায় ?  
শীতল পরশতায়, বাঁচিয়ে রাখা বক্ষের মায়ায় !
দূরে দূরে ঐ ঘুরে ফিরে, এসেছি আবার তোমার নীড়ে  
একটু কি দেবে শ্বাস নিতে, এমন সবুজ পাতায় ?
তোমারই বৃক্ষ ছায়ায়…


আমি যে অতি ক্লান্ত আজ, অসহায় উদ্ভ্রান্ত!
এখানেই শুরু হয়েছিলো বুঝি, হোক এবার অন্ত ।
গোলাপ ছিল সেখানেও ফুটে, তবু দেখো এসেছি ছুটে
একটু কি দেবে বসতে, তোমার উঠোন পাড়ায় ?


কুড়িয়ে নেবো শুকনো পাতা, জুড়িয়ে দেবো দুঃখ ব্যথা  
নাই বা হলো পুষ্প গাঁথা, আড়ালেই চলুক মনের কথা ।
যেতে চায় যদি দিন, আঁধারে আরো উদাসী রঙিন  
একটু কি দেবে দেখতে, তোমার ছবি যে প্রভা ছড়ায় ?  


ধন্য হবো বলে তোমার জন্য, এসেছি এ পাড়া গাঁয়
পালিত রাখা পুলকিত মায়ায়, তোমারই বৃক্ষ ছায়ায় ।  
না যদি হয় আর ক্ষয়, অবসান হোক তবে অসাড় ভয়!  
একটু কি দেবে ধরতে, ঝড়ে ভেঙ্গে যদি আমাতেই হারায় ?  
তোমারই বৃক্ষ ছায়ায়…