আমি যাবার সময় থেমেছি আবার
নেমেছি তোমার শহরে,  
উঠন্ত সন্ধ্যার সুগন্ধের পরশ  
ভেসে আসছে আধো আঁধারে ।
ঢেকে রাখা মায়ার পড়েছে ছায়া  
ভরেছে আবার আবদারে;
তুমি জানবে না, জানি মানবে না
পানি এনে দেবে চোখে চুপ করে,
তবুও বলবে না প্রেমেতে গলবে না
শুধু টুপ করে যাবে ওরা সব ঝরে ।  
তোমারই এ শহরে…


তুমি হেসেছিলে কিছুটা বেসেছিলে  
আড়ালে হয়ত সেদিন ভালো,
সে বুঝার বোঝাটুকু নিয়েই তাই
আমার শরীর হাজির হলো ।  
থাক্ না এ বোঝা, না হয় না হলো আর খোঁজা !
তোমার সংসার; কতো যে দায়ভার    
জানি, নয় এতোটাও সোজা ।    
তবু তো ভালো, আসছে সুধাকর আলো  
কাজের আড়ালে যে স্মৃতির প্রদীপ গুলো জ্বালো!  
এইতো প্রেম, এখানেই অনুভূতির পরম পাওয়া;    
কাছে আসাই তো কাছে আসা নয়, কখনো বা দূরে সরে যাওয়া ।    
তবে কি ভাবছ কেন এ আসা, যাওয়ার ধোঁয়া ছেড়ে?
জানিয়ে গেলাম শুধু, সাক্ষী বিধু; জাগি এখনও এ রাত প্রহরে      
তোমার জন্যই, তোমারই এ শহরে… ।