এসেছো সবে পূর্ণ কলরবে, মাতাল করে দিয়েছ মন  
এমন করেই থাকো কাছে, পাশে বসে অনেক ক্ষণ  
ফিকে হোক ফাল্গুনের রঙ্গিন চিত্র    
ঝরে যাক বৃক্ষের সঙ্গিন পত্র,    
ভরে যাক ভরা দীঘিতে আরো জল      
তবু বলোনা ভুলেও ভোলানো কথা  
চেয়ো না বিদায়ের ছল!


দেখবো তোমায় প্রাণ ভরে, গড়াক বেলা যতটা গড়ে  
হারাবো আজ গভীর লাজে, একে অন্যের মনের ঘরে  
ঘুরে যাক খুঁজে না পেয়ে খেলার সখীরা
উড়ে যাক খাঁচাতে রাখা পোষা পাখিরা,  
দূরে যাক দড়ি ছিঁড়ে দুষ্ট বাছুর দল  
তবু দিওনা ভুলেও দোলানো ব্যথা    
চেয়ো না বিদায়ের ছল!